নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আইন অমান্যের ঘোষণা বুদ্ধদেবের

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আইন অমান্যের ঘোষণা বুদ্ধদেবের

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আইন অমান্যের ঘোষণা বুদ্ধদেবেরনিষেধাজ্ঞা যাই হোক, আইন অমান্য হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হাজরায় দাঁড়িয়ে একথা জানিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিটফান্ড কান্ড থেকে তোলাবাজি, সমস্ত বিষয়েই বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হাজরার সভায় প্রথম থেকেই সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন তাঁরা পুলিসের কথা মানবেন না। আইন অমান্য করবেনই। এর সঙ্গেই চিট ফাণ্ড থেকে কর্মসংস্থান সব কিছু নিয়েই তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে সমাজবিরোধীদের দিয়ে তোলা তোলার অভিযোগও এনেছেন রিনি।

রাজ্যে শিল্পায়নের জন্য বাম সরকার যে যে উদ্যোগ গ্রহণ করেছিল তা আরও একবার আজ তুলে ধরলেন বুদ্ধদেব বাবু। তবে এর সঙ্গেই আত্মসমালোচনাও করেন তিনি। জানালেন সরকারে থাকা কালীন যে ভুল তাঁরা করেছিলেন সে গুলির পুনরাবৃত্তি আর করবেন না তাঁরা।

First Published: Saturday, May 25, 2013, 23:03


comments powered by Disqus