Last Updated: February 7, 2012 22:37

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সাধারণভাবে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হলেও এবার অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। ওই দিনই লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ১৪ মার্চ সংসদে রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। ১৫ মার্চ পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। সংসদীয় রীতি মেনে তার পর দিন সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
মঙ্গলবার রাজনৈতিক বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকের পর সংসদীয় মন্ত্রী পবন কুমার বলশল এ কথা জানিয়ে বলেছেন, ৩০ মার্চ বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের পরিসমাপ্তি হবে। এর পর তিন সপ্তাহ ধরে বিভিন্ন মন্ত্রকের প্রস্তাবগুলি পর্যালোচনা করবে সংসদের সংশ্লিষ্ট স্থায়ী সমিতি। সিদ্ধান্ত গ্রহণের পর সংসদের অনুমোদনের জন্য ২৪ এপ্রিল থেকে শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলবে আগামী ২২ মে পর্যন্ত।
First Published: Tuesday, February 7, 2012, 22:37