Budha takes on WB government

ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাঙন ধরার জন্য রাজ্যকে দায়ী করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাঙন ধরার জন্য রাজ্যকে দায়ী করলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিস্তা চুক্তি ও ছিট মহল ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জন্য নাম না করে রাজ্যকেই দায়ী করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি পাকিস্তান সফরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছেন ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত সলমন বশির। এই ঘটনাকেও কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

অর্থনৈতিক সংস্কার ছাড়া কিছুই বোঝেন না মনমোহন সিং। সেই উদার অর্থনীতির পথ ধরেই সরে যেতে হচ্ছে তাঁকে। গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্তব্য সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

বিজেপির সঙ্গে গোপন আঁতাত তৃণমূলের। অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের। মোদীকে তিনি তুলনা করেছেন দৈত্যের সঙ্গে। এই জোট যাতে রাজ্যের মাটিতে সক্রিয় না হয়ে ওঠে, সিপিআইএমের মুখপত্র গণশক্তির আটচল্লিসতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সে জন্য আবেদন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নরেন্দ্র মোদীকে দৈত্যের সঙ্গে তুলনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মোদীর পিছনে জোট বেঁধে দাঁড়িয়েছে বড় কর্পোরেট সংস্থাগুলি। যা ভয়ঙ্কর। গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্তব্য সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের।

First Published: Friday, January 3, 2014, 22:19


comments powered by Disqus