Last Updated: January 8, 2014 20:27

তৃণমূলের মাথা পর্যন্ত ঢুকে গেছে সমাজবিরোধীরা। রানি রাসমনি রোডে দলীয় সমাবেশে শাসক দলকে আক্রমণ করে বললেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শাসক দলের ঝান্ডা হাতে পাড়ায় পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে সমাজবিরোধীরা। মাথা নিচু করে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কাটোয়া থেকে মধ্যমগ্রাম মহিলাদের ওপর অত্যাচারের কোথাও কোনও বিচার হচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ, হয় চোখ রাঙিয়ে নয় টাকা দিয়ে প্রতিবাদ কেনার খেলায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, তৃণমূল এখন সমাজবিরোধীদের দল। পাড়ায় ঝান্ডা। মাথায় সমাজবিরোধীরা। মাথা নিচু করে চলতে হচ্ছে সাধারণ মানুষের।
উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের ডাকে রানি রাসমনি রোডের সমাবেশে দলীয় কর্মীদের সর্বাত্মক প্রতিবাদে নামার ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে মহিলাদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার। উল্টে টাকা দিয়ে প্রতিবাদ কেনার চেষ্টা হচ্ছে সর্বত্র। বুদ্ধদেব ভট্টাচার্য় রাজ্যের মহিলাদে ওপর নির্যাতনের নিন্দা করেন, তিনি অভিযোগ করেন প্রতিবাদ করলে ভয় দেখাচ্ছে শাসকদল। নয় টাকা দিয়ে চুপ করাচ্ছে।
তিনি আরও বলেন বাম দলগুলি নির্যাতিতার পরিবারের পাশে না দাঁড়ালে বিহারে পাঠিয়ে দেওয়া হত তাঁদের।
শুধু মহিলাদের ওপর অত্যাচারই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্য সরকার স্কুল কলেজ না করে শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে আর উত্সব করছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একটাও হসপিটাল হয়নি, স্কুল হয়নি। এমনটা অভিযোগ বুদ্ধ বাবুর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করলেও সামনে লোকসভা নির্বাচনে যে তাদের কঠিন লড়াই লড়তে হবে একথা মেনেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই কারণেই নির্বাচনের কাজে এখন থেকেই দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার ডাক দেন।
First Published: Wednesday, January 8, 2014, 20:27