Budhadeb bhattachejee said mamata will fail to prove in Delhi

দিল্লির মসনদে মুখ্যমন্ত্রীর `কিং মেকার` হওয়ার চেষ্টা বিফলে যাবে: বুদ্ধদেবের

মুখ্যমন্ত্রী দিল্লিতে `কিং মেকার` হওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টা সফল হবে না। শ্রীরামপুরের জনসভায় এ ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। জনসভায় কংগ্রেস-বিজেপি দু-দলের বিরুদ্ধেই সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শুক্রবার শ্রীরামপুরে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারের আগাগোড়াই মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় নিশানা করে আসছেন বুদ্ধবাবু। দিল্লিতে ৩য় ফ্রন্টের সরকার গঠনের বিষয়ে আশাবাদী বুদ্ধদেব ভট্টাচার্য।

First Published: Saturday, April 19, 2014, 11:17


comments powered by Disqus