Last Updated: May 21, 2013 15:35

এবার হাজরা মোড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভার অনুমতি দিল না পুলিস। আগামী ২৫ মে হাজরায় জনসভা করার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভবানীপুর থানায়, ডিসি সাউথ এবং যুগ্ম পুলিস কমিশনারকে সভার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়।
উত্তরে ভবানীপুর থানা বামেদের জানিয়ছে, তারা ওই সভার অনুমতি দিতে অপারগ। ওই চিঠি পেয়ে পুলিস কমিশনারকে ফোন করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তারপরেও মেলেনি সভার অনুমতি। বামেদের সিদ্ধান্ত, পুলিস অনুমতি না দিলেও ওই দিন হাজরা মোড়ে সভা করবে তারা।
First Published: Tuesday, May 21, 2013, 15:35