Budhadeb takes on oposition

হারাইপুরে সিপিআইএম কর্মী খুনের ঘটনার নিন্দায় বুদ্ধদেব

কংগ্রেস, বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুর্শিদাবাদের লালবাগের নির্বাচনী সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস, বিজেপির নীতির কোনও ফারাক নেই। কংগ্রেস, বিজেপির সঙ্গে তৃণমূলকেও তিনি এক সারিতে দাঁড় করিয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রে বিকল্প সরকার গড়ার ডাক দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

বীরভূমের হারাইপুরে খুন হয়েছেন সিপিআইএম কর্মী শেখ হীরা। এই হত্যাকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করালেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের জন্যই বীরভূমে তাঁদের দলীয় কর্মী খুন হয়েছেন।

সারদাকাণ্ডে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারদার টাকা কোথায় গেল ? তৃণমূল এই টাকা নিয়ে কী করল? মুর্শিদাবাদের লালবাগে নির্বাচনী সভায় প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

First Published: Sunday, April 20, 2014, 21:24


comments powered by Disqus