Last Updated: December 24, 2013 19:15

প্রাক্তন মুখ্যমন্ত্রীর জনসভা। এমন একটি মাঠ তার জন্য বরাদ্দ করল প্রশাসন যেখানে খুব বেশি হলে হাজার আটেক মানুষের জমায়েত সম্ভব। এর জেরে আজ বর্ধমানে বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভায় মাঠ এবং মাঠের বাইরে ছিল উপচে পড়া ভিড়। তিলধারণের জায়গা ছিল না বাইরে রাস্তাতেও। সংগঠকদের অভিযোগ, যে কোনও সময় দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত?
বর্ধমান হাইওয়ের একধারে ছোট্ট একটি মাঠ। পাশে একদিকে মজে যাওয়া পুকুর। চারদিকে বাড়িঘর। এই মাঠেই মঙ্গলবার সভা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সভা শুরুর দু`ঘণ্টা আগেই লোকের ভিড়ে উপচে যায় মাঠ। পাশের ছোট আরেকটি মাঠেও তখন আর তিল ধারণের জায়গা নেই। জায়গা না পেয়ে ভিড় জমে যায় রাস্তাজুড়েও।
বাচ্চা কোলে গ্রামের মহিলারা দূরদূরান্ত থেকে সভায় যোগ দিতে আসেন। শিল্পাঞ্চল থেকে আসা বহু মানুষ পৌছতেই পারেননি সভার ধারেকাছে। একটা সময় ভিড় এমন পর্যায়ে চলে যায় যে, দুর্ঘটনা ঘটে যেতে পারত যে কোনওসময়।
First Published: Tuesday, December 24, 2013, 19:15