জনরোষের শিকার মহিষ, Buffalo dies in public assult

জনরোষের শিকার মহিষ

জনরোষের শিকার মহিষমহিষের আক্রমণে আহত হয়েছেন গ্রামের তিরিশজন বাসিন্দা। সেই ক্ষোভে মহিষটিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের। শুরু হয় গণপিটুনি। এরপর জনরোষ গিয়ে পড়ে মহিষের মালিক আবু সালেম ঢালির ওপর। গণপিটুনির পর জয়নগর থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। অভিযোগ খবর পাওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছননি
বনদফতরের কর্মীরা।

First Published: Sunday, October 23, 2011, 17:10


comments powered by Disqus