Last Updated: October 23, 2011 17:10

মহিষের আক্রমণে আহত হয়েছেন গ্রামের তিরিশজন বাসিন্দা। সেই ক্ষোভে মহিষটিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের। শুরু হয় গণপিটুনি। এরপর জনরোষ গিয়ে পড়ে মহিষের মালিক আবু সালেম ঢালির ওপর। গণপিটুনির পর জয়নগর থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। অভিযোগ খবর পাওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছননি
বনদফতরের কর্মীরা।
First Published: Sunday, October 23, 2011, 17:10