Last Updated: March 3, 2012 08:56

প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনির ঘরের টেলিফোনে আড়ি পাতার খবর উড়িয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, গত মাসের ১৬ তারিখ সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মীরা প্রতিরক্ষা মন্ত্রীর ফোন পরীক্ষা করতে গেলে বিষয়টি ধরা পড়ে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওইদিন সাউথ ব্লকের বিভিন্ন ঘরে তল্লাসি চলছিল। ফোনে আড়ি পাতার জন্য ব্যবহৃত যন্ত্রের হদিশ পেতে সেনাকর্মীদের সঙ্গে ছিল বাগ ডিটেক্টর।
তাঁরা প্রতিরক্ষা মন্ত্রীর ঘরে গেলে সেই বাগ ডিটেক্টর সক্রিয় হয়ে উঠে। এরপরই, সাউথ ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে এমনও বলা হয়, যে ফোনে আড়িপাতা হচ্ছে কিনা তা জানতে একে অ্যান্টনিই সেনা বিভাগের গোয়েন্দাদের তাঁর অফিসে ডেকে পাঠান। তবে, প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, সাউথ ব্লকে রুটিন তল্লাসির সময় আপত্তিকর কোনওকিছুই পাওয়া যায়নি। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ঘরেও আড়িপাতার অভিযোগ উঠেছিল। সে সময় অভিযোগের কেন্দ্রে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের নাম।
First Published: Saturday, March 3, 2012, 09:34