Last Updated: August 27, 2013 12:16

দুর্গাপুরের কাছে বুদবুদে বাস উল্টে মৃত্যু হল ন জনের। দুর্ঘটনায় আহত অন্তত সত্তরজন। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে পিজিতে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় একজনের। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুসকরার নতুনহাট থেকে বাসটি আসানসোল যাচ্ছিল। দুনম্বর জাতীয় সড়কের ধরলা মোড়ের কাছে একটি লরিকে পাশকাটাতে গিয়ে উল্টে যায় বাসটি।
First Published: Tuesday, August 27, 2013, 23:23