Last Updated: September 27, 2013 10:11

মুম্বইয়ের ডক ইয়ার্ড রোডে ভেঙে পড়ল একটি বাড়ি। আজ ভোরের দিকে পাঁচতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটিতে ২৫টি পরিবারের বসবাস। বেশকিছু পরিবার আটকে রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহন মুম্বই কর্পোরেশনের ওই বাড়িটিতে ৮টি উদ্ধারকারী দল পৌঁছেছে।
First Published: Friday, September 27, 2013, 10:11