Last Updated: February 12, 2014 23:26
পারিবারিক শত্রুতার জেরে খুন হলেন এক ব্যক্তি। নিহতের নাম মহম্মদ আজহারুদ্দিন। গার্ডেনরিচের কাচ্চি সড়কের ঘটনা। দেশি রিভলবার দিয়ে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনায় সৌকত আলি ওরফে পাপ্পু শেখ নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিস। পাপ্পু আজহারুদ্দিনের আত্মীয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে শাহিদ আলি ওরফে পারভেজ।
মঙ্গলবার রাস্তায় গাড়ি রেখে বাড়ি ফেরার পথে আজহারউদ্দিনকে গুলি করে দুষ্কৃতীরা। মাথায় গুলি লাগে তাঁর। রাস্তাতেই লুটিয়ে পড়েন আজহার। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
First Published: Wednesday, February 12, 2014, 23:26