Last Updated: June 22, 2012 18:13

বিগ বি, কিং খান থেকে মিঠুনদা। জীবনে একবার করে হলেও নিজেদের বড় পর্দার ক্যারিশমা ছোট পর্দাতেও দেখিয়েছেন প্রায় সব সুপারস্টারই। এবার সেই পথে হাঁটলেন প্রসেনজিত্। একেবারে বাঙালি আমেজের পারিবারিক শো `বাংলার সেরা পরিবার` নিয়ে প্রথম বার ছোট পর্দায় আসছেন বুম্বাদা।
প্রায় তিন দশক ধরে বাঙালির মনে সাহেনশাহর আসনে পাকাপাকি ভাবে অবস্থান করে, `পোসেনজিত` থেকে `প্রসেনজিতে` উত্তরণের পর এবার সঞ্চালক হিসেবে একেবারে নতুন ভূমিকায় বাঙালির `মনের মানুষ`। উচ্ছ্বসিত প্রসেনজিত্ এদিন বলেন, "নি:সন্দেহে এটা আমার জীবনের নতুন ইনিংস। জীবনের প্রতিটা মুহুর্ত অনুভব করছি আমি। সঞ্চালকের ভূমিকা অভিনেতার থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে প্রচুর জিনিস নতুন করে শিখতে হবে। পুরো ফরম্যাট আলাদা করে বুঝতে হবে"।
মিঠুনদা যখন ইতিমধ্যেই ছোটপর্দা মাতিয়ে রেখেছেন তখন বুম্বাদার মতো তারকার আসতে দেরি কেন? পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, "অনেকদিন ধরেই অনুষ্ঠানটা মাথায় থাকলেও বুম্বাদাই ডেট দিতে পারছিলেন না"। জি বাংলায় আসতে চলেছে বাংলার সেরা পরিবার। প্রতি সপ্তাহে দুটি করে বাঙালি পরিবারের মধ্যে প্রতিযোগিতা হবে। শেষ পর্যন্ত কোন একটি পরিবার জিতে নেবে সেরার শিরোপা।
First Published: Friday, June 22, 2012, 18:22