তৃণমূলের বিক্ষোভে সভা ছাড়তে বাধ্য হলেন মন্ত্রী

তৃণমূলের বিক্ষোভে সভা ছাড়তে বাধ্য হলেন মন্ত্রী

তৃণমূলের বিক্ষোভে সভা ছাড়তে বাধ্য হলেন মন্ত্রীরাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। শনিবার বর্ধমানের নীলপুরে দলীয় কার্যালয়ের সামনে বক্তৃতা রাখছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। হঠাত্‍ই তৃণমূলেরই একদল কর্মী, সমর্থক এসে চিত্‍কার করে বিক্ষোভ দেখাতে থাকেন।

দলীয় কর্মীদের চিত্‍‍কারে বক্তৃতা থামাতে বাধ্য হন তিনি। বিক্ষোভকারীরা জানান, তোলা আদায় এবং এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। এর জেরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও বাধে। সংঘর্ষে আহত হন ২ জন। কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে শেষপর্যন্ত পুলিসের সাহায্যে সভাস্থল ছেড়ে চলে যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

First Published: Sunday, April 29, 2012, 10:28


comments powered by Disqus