বার্নপুরে আগুনে ভস্মীভূত শতাধিক দোকান

বার্নপুরে আগুনে ভস্মীভূত শতাধিক দোকান

Tag:  Burnpur fire
বার্নপুরে আগুনে ভস্মীভূত শতাধিক দোকানআগুনে ভস্মীভূত হয়ে গেলো প্রায় শতাধিক সব্জী ও ফলের দোকান। শনিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে বার্নপুরের ডেলি মার্কেট এলাকায়। পরে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইস্কো অধিকৃত এই বাজারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ঘটনার পরই উত্তজিত জনতা ইস্কোর একটি শাখা অফিসে ভাঙচুর চালায়। খবর পাওয়ার অনেক পরে দমকল ও পুলিস ঘটনাস্থলে যায় বলে অভিযোগ করে থানাতেও বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। এর পর ঘটনাস্থলে পৌঁছন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিস।

First Published: Sunday, January 15, 2012, 13:30


comments powered by Disqus