Last Updated: May 9, 2013 12:42

নদীতে যাত্রী বোঝাই বাস পড়ে গিয়ে মৃত্যু হল ৪২ জনের। বুধবার রাতে হিমাচল প্রদেশে কুলু-মানালি জাতীয় সড়কের ওপর বিয়াস নদীতে উল্টে যায় বাসটি। কুলুর ডেপুটি কমিশনর জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। বেশ কিছু যাত্রী নদীর স্রোতে ভেসে গিয়েছে বলে আশঙ্কা তাঁর।
৬০ জন যাত্রী নিয়ে কুলু থেকে অনির উদ্দেশ্যে রওনা হয় বাসটি। কুলু থেকে ২০ কিলোমিটার দূরে ঝিরির কাছে বাসটি নদীতে পড়ে যায়। বাসটি দুর্ঘটনার কবলে পড়ছে দেখে আসন থেকে ঝাঁপ দেন চালক। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। নিখোঁজদের খোঁজ চালাচ্ছে তারা।
First Published: Thursday, May 9, 2013, 12:42