Last Updated: March 15, 2014 15:34

লেনিন সরণিতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর প্রতিবাদে আটটি বাসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। মৌলালির তালতলা বাসস্টপের কাছে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল দশটা চল্লিশ নাগাদ এক মহিলাকে চাপা দেয় থ্রিডি/ওয়ান (3D/1) রুটের একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
দুর্ঘটনার পরই ক্ষিপ্ত জনতা বাস ভাঙচুর চালান। ৪৫ মিনিটের মত অবরূদ্ধ থাকে লেনিন সরণি৷ মহাসমস্যায় পড়েন যাত্রীরা৷ পরে তালতলা থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলের দাবি, ভাঙচুরের ঘটনাই ঘটেনি।
ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর পলাতক৷ বাসটিকে আটক করা হয়েছে।
First Published: Saturday, March 15, 2014, 15:34