Last Updated: July 31, 2013 18:02

পাঞ্জাবের সিরহিন্দ ক্যানেলে পড়ে গেল যাত্রীবাহি বাস। দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাসযাত্রী। বেশ কয়েকজন তলিয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতরাতে দুর্ঘটনাটি ঘটে ফতেপুর সাহিব জেলায়।
রাত ২টো নাগাদ জাতীয় সড়কের পাশে সিরহিন্দ ক্যানেলে দিল্লি-জলন্ধর-অমৃতসর রুটের বাসটি পড়ে যায়। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে অনুমান করা হচ্ছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে ক্যানেলে তল্লাসি চালাচ্ছেন ডুবুরিরা। এ পর্যন্ত একজনে দেহ উদ্ধার করা হয়েছে।
First Published: Wednesday, July 31, 2013, 18:02