ধবলগিরিতে খাদে বাস, মৃত্যু বাঙালি পর্যটকের

ধবলগিরিতে খাদে বাস, মৃত্যু বাঙালি পর্যটকের

ধবলগিরিতে খাদে বাস, মৃত্যু বাঙালি পর্যটকেরপুরীর কাছে ধবলগিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা ৮০ বছরের সোমনাথ রায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ ফুট নীচে পড়ে যায়। টনাস্থলে পুলিস এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনায় আহতদের স্থানীয় কটক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমনাথ রায় ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের ২ এবং ছত্তিসগড়ের ১ পর্যটকের। বাসটির চালক জানিয়েছেন ব্রেক ফেল করার ফলেই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।





First Published: Wednesday, February 8, 2012, 15:08


comments powered by Disqus