Last Updated: August 10, 2013 12:14

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেসরকারী বাস দুর্ঘটনা। ঘটনায় আটজন পুলিসকর্মী আহত। দু`জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত কর্মীদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁইত্রিশ নম্বর রুটের বাসটি গোপালপুর ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হরিশ চ্যাটার্জি রোডের মুখে পুলিস কিয়স্কে ধাক্কা মারে বাসটি। কিয়স্কটি ভেঙে গুঁড়িয়ে যায়। বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। যদিও ড্রাইভার দাবি করেছেন বাসের যান্ত্রিক গোলযোগই এই দুর্ঘটনার কারণ।
ওই কিয়স্কটিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আট পুলিসকর্মীই আহত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
First Published: Saturday, August 10, 2013, 12:14