Last Updated: August 16, 2013 18:19

কোনও চাপের মুখে বাস ভাড়া বাড়ানোর পক্ষপাতি যে নয় সরকার, স্পষ্ট করে দিনেল পরিবহণমন্ত্রী মদন মিত্র। সোমবার ও মঙ্গলবার বাস ধর্মঘটের মোকাবিলায় রাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার মন্ত্রী মহাকরণে সাংবাদিক বৈঠকে জানান, "চাপের মুখে নতিস্বীকার করব না।" ধর্মঘটের দুটো দিন সাধারণ মানুষ রাস্তায় নামলে বিপদে না পড়ার সমস্ত ব্যবস্থা রাখছে পরিবহন দফতর। এমটাই দাবি মদন মিত্রর। তিনি বলেন , "সব জায়গায় বাস চলবে, মানুষের কোনও অসুবিধা হবে না।" শনিবার বাস মালিকদের সঙ্গে বৈঠক করবেন পরিবহনমন্ত্রী।
First Published: Friday, August 16, 2013, 18:19