চলন্ত বাসে আগুন হায়দরাবাদে, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

চলন্ত বাসে আগুন হায়দরাবাদে, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

 চলন্ত বাসে আগুন হায়দরাবাদে, ৪০ জনের মৃত্যুর আশঙ্কা হায়দরাদের কাছে মাহবুবনাগরে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ব্যাঙ্গালুরু থেকে হায়দরাবাদ যাচ্ছিল বাসটি। যাত্রী ছিল ৪৯ জন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটির তেলের টেঙ্কারে বিস্ফোরণ হয়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে যাত্রী বোঝাই বাসটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়িকে দ্রুত গতিতে ওভার টেক করতে গিয়েই বিপত্তি ঘটে। রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মারে বাসটি। আগুন ধরে যায় জ্বালানির ট্যাঙ্কে।

বুধবার সকাল ৫টা ২০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। এসি বলভো বাসটির জ্বালানি বন্ধ থাকায় চেষ্টা করেও বাঁচতে পারেননি যাত্রীরা। তবে যে কয়েকজন কোনওরকমে বেরতে পেরেছেন, তাঁরা প্রাণে বেঁচেছেন।

First Published: Wednesday, October 30, 2013, 08:30


comments powered by Disqus