এক বছরে ৩০টি চিঠি, ২৬টি বৈঠকই সার, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্তেই আসতে পারলেন না পরিবহণ মন্ত্

এক বছরে ৩০টি চিঠি, ২৬টি বৈঠকই সার, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্তেই আসতে পারলেন না পরিবহণ মন্ত্রী

এক বছরে ৩০টি চিঠি, ২৬টি বৈঠকই সার, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্তেই আসতে পারলেন না পরিবহণ মন্ত্রীঢক্কানিনাদই সার। বাস সংগঠনের অফিসে গিয়ে পরিবহণমন্ত্রীর বৈঠক কার্যত নিস্ফলাই রইল। ভাড়া বৃদ্ধির দাবি মানতে নারাজ সরকার। ভাড়াবৃদ্ধির বদলে পরিবহণমন্ত্রীর দেওয়া বিকল্প প্রস্তাব যুক্তিহীন। দাবি বাস মালিকদের। সবমিলিয়ে নেট ফল-শূন্য।

এক বছরে ৩০টি চিঠি। ২৬টি বৈঠক। দাবি একটাই। বাসভাড়া বৃদ্ধি। এবার নিজেদের সাংগঠনিক দফতরে পরিবহণমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত বাস সংগঠন। সেই উচ্ছ্বাস মিলিয়ে গেল বৈঠকের পরেই। মন্ত্রী বললেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এই মুহুর্তে নেই সরকারের। তবে মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে আলোচনা চলতে পারে।

এক বছর ধরে লাগাতার একই দাবি তুলে মরিয়া বাস মালিকরাও। শনিবারের বৈঠককে ঘিরে তাই ছিল বাড়তি আশা। সেই আশা ভঙ্গ হয়েছে বলে জানাচ্ছেন মালিকরা।

First Published: Saturday, November 30, 2013, 22:08


comments powered by Disqus