Last Updated: October 30, 2013 11:25

জ্বালানির দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে বারবার সরব হয়েছেন বাস মালিকরা। কর্ণপাত করেনি সরকার। এর ফলে বেশিরভাগ রুট থেকে বাস তুলে নিয়েছেন মালিকরা। রাস্তায় বাস অনেকটাই কম। গন্তব্যে বেরিয়ে প্রতিদিনই চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন মানুষ। রাস্তায় নেমে বাস না পাওয়ার কথা জানিয়েছেন নিত্য যাত্রীরাও। ফলে শহরের বিভিন্ন বড় রাস্তার মোড়ে মোড়ে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা।
রাস্তায় বাসের সংখ্যা যে কম তা কার্যত মেনে নিলেন পরিবহণমন্ত্রী। যদিও গতকালই বাসের সঙ্কট মানতে চাননি পরিবহণমন্ত্রী। তবে মদন মিত্রের অভিযোগ, কৃত্রিমভাবে বাসের সঙ্কট তৈরি করা হচ্ছে। ভাড়া না বাড়ানোর একের পর এক বাস বসে যাওয়ার ফলে এই পরিবহণ সঙ্কট হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন গুলি।
First Published: Wednesday, October 30, 2013, 11:25