বাস ধর্মঘট! পরিবহণমন্ত্রীকে কাল বিকেল পর্যন্ত সময়সীমা বাস মালিকদের

বাস ধর্মঘট! পরিবহণমন্ত্রীকে কাল বিকেল পর্যন্ত সময়সীমা বাস মালিকদের

বাস ধর্মঘট! পরিবহণমন্ত্রীকে কাল বিকেল পর্যন্ত সময়সীমা বাস মালিকদেরভাড়াবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত ঘোষণার জন্য পরিবহণমন্ত্রীকে কাল বিকেল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন বাস মালিকরা। মিনিবাস সংগঠনও একই সময়সীমা ধার্য করেছে। কাল বিকেল চারটে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

তারপর মন্ত্রীর সঙ্গে আর কোনওরকম আলোচনা বা বৈঠক করতে রাজি নন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা। ৭ই সেপ্টেম্বর বাস ও মিনিবাস সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকের পর ১৯ ও ২০ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার বাস-মিনিবাস ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

পড়ুন পুজোর আগে মদনের ট্যাক্সি `উপহার`

First Published: Tuesday, September 3, 2013, 13:36


comments powered by Disqus