প্রত্যাহার তিন দিনের বাস ধর্মঘট, আপাতত স্থগিত ভাড়াবৃদ্ধি

প্রত্যাহার তিন দিনের বাস ধর্মঘট, আপাতত স্থগিত ভাড়াবৃদ্ধি

প্রত্যাহার তিন দিনের বাস ধর্মঘট, আপাতত স্থগিত ভাড়াবৃদ্ধিহচ্ছে না তিনদিনের বাস ধর্মঘট। সরকারি হুমকির মুখে দাঁড়িয়ে শেষপর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন বাস মালিকরা। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সর্বদলীয় কমিটির রিপোর্টের ভিত্তিতেই ভাড়াবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। বাস মালিকরা অবশ্য ২৩ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন । ভাড়াবৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে বাস মালিক সংগঠনগুলি।

ধর্মঘট করলে গ্রেফতার করা হবে বাস মালিকদের। রবিবার দুপুরে কড়া হুঁশিয়ারি দেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সেই সঙ্গে তিনি বলেন, ধর্মঘটের দিন রাস্তায় বেসরকারি বাস দাঁড় করিয়ে রাখলেও পুলিসি ব্যবস্থা নেওয়া হবে। ধর্মঘট প্রত্যাহার না করলে, সোমবার থেকেই রাস্তায় মিনি বাস পার্কিং করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পরিবহনমন্ত্রী।

এরপরই ছটি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মদন মিত্র। সাংবাদিক বৈঠকে পরিহণমন্ত্রী জানান, তিনদিনের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সংগঠনগুলি। রাজ্যের তরফে গঠিত হয়েছে একটি সর্বদলীয় কমিটি। তেইশে জুলাই ভাড়াবৃদ্ধির বিষয়ে রিপোর্ট দেবে ওই কমিটি। কমিটির রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

রাজ্যকে আপাতত ২৩ জুলাই পর্যন্ত সময়সীমা দিয়েছে বাস মালিকদের সংগঠন। ভাড়াবৃদ্ধির বিষয়ে রবিবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করে সংগঠনগুলি। দুদিন আগে বেড়েছে রেলভাড়া। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামছে তৃণমূল। এই অবস্থায় রাজ্য সরকার বাস ভাড়া বাড়ানোয় সম্মতি দিলে অনেকটাই ব্যাকফুটে থাকতে হত তৃণমূলকে। কিন্তু মালিকপক্ষকে বাস ধর্মঘট প্রত্যাহারে রাজি করিয়ে আপাত স্বস্তিতে রাজ্য সরকার।

First Published: Sunday, June 22, 2014, 18:47


comments powered by Disqus