বাস ধর্মঘটে ভোগান্তির তৃতীয় দিনেও অনমনীয় সরকার

বাস ধর্মঘটে ভোগান্তির তৃতীয় দিনেও অনমনীয় সরকার

বাস ধর্মঘটে ভোগান্তির তৃতীয় দিনেও অনমনীয় সরকাররাজ্য সরকার ভাড়া বৃদ্ধির দাবি মানতে না চাওয়ায় আজ তৃতীয় দিনে পড়ল বাস ধর্মঘট।  ফলে, গত দুদিনের মতো আজও ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সকাল থেকেই বহু মানুষ রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। সরকারি বাস চললেও তার সংখ্যা পর্যাপ্ত নয় বলে সাধারণ মানুষের অভিযোগ। ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বাস মালিকরা ধর্মঘট করছেন। বৃহস্পতিবার থেকে মিনিবাস ও ট্যাক্সিরও পরিবহণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা। সেক্ষেত্রে, সাঁইত্রিশ হাজার বেসরকারি বাসের পাশাপাশি রাস্তা থেকে উধাও হতে চলেছে আরও আড়াই হাজার মিনিবাস ও তেত্রিশ হাজার ট্যাক্সি।





First Published: Wednesday, September 19, 2012, 10:00


comments powered by Disqus