Last Updated: October 30, 2012 16:34

ভাড়া বাড়তে মঙ্গলবার বৈঠকে বসছে বাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির দাবিকে আমল না দেওয়ায় একতরফা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে পরিবহণ সংগঠনগুলি। এমনটাই মত সংশ্লিষ্ট মহলের। বিকেল চারটেয় জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অফিসে তাঁরা বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
লক্ষ্মীপুজোর পর বাস ও ট্যাক্সির ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হবে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। আজই শেষ হচ্ছে সেই সময়সীমা। কিন্তু, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রীর তরফে বৈঠকের জন্য ডাকা হয়নি বাস সংগঠনগুলির প্রতিনিধিদের। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই আজকের বৈঠক। বৈঠকেই স্পষ্ট হয়ে যাবে কোনপথে হাঁটবে বাস সংগঠনগুলি। মালিকদের তরফে ইঙ্গিত, সরকার ভাড়া না বাড়ালে, চাক্কা জ্যাম কিংবা যাত্রীদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট রুটে ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলেছেন তাঁরা।
First Published: Tuesday, October 30, 2012, 17:16