কাজ করল না শত আশ্বাস, ৯ তারিখ থেকে শুনশান হবে রাজপথ

কাজ করল না শত আশ্বাস, ৯ তারিখ থেকে শুনশান হবে রাজপথ

কাজ করল না শত আশ্বাস, ৯ তারিখ থেকে শুনশান হবে রাজপথ ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্রের আশ্বাস এবং তা রূপায়ণের মধ্যে ক্রমাগত ফারাক বাড়তে থাকায় অবশেষে চরম পথে হাঁটতে চলেছে বেসরকারি বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।  আগামী ৯ অক্টোবরের থেকে তাঁরা তাঁদের অধীনে থাকা ৩৪ হাজার বাস রাস্তা থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

পাশাপাশি, বাস মালিকদের অপর সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেট, ট্যাক্সি মালিকদের সবকটি সংগঠনের যৌথ ফোরাম অল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, মিনিবাস কোঅর্ডিনেশন কমিটি এবং লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত রাজ্য সরকারকে চরম সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যে রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা না করলে ৯ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে তাঁরাও সামিল হবেন বলে জানা গিয়েছে।

First Published: Monday, October 1, 2012, 17:57


comments powered by Disqus