Last Updated: September 27, 2012 17:02

আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাড়া না বাড়ানো হলে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারি দিল বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। এর আগে ১৭ সেপ্টেম্বর থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কাল ধর্মঘট শুরু করেন বেসরকারি বাস মালিকরা।
যার পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রী মদন মিত্র ঊনিশ সেপ্টম্বর নেতাজি ইন্ডোরে বৈঠকে ডাকেন বাস মালিকদের। প্রতিশ্রুতি দেওয়া হয় ভাড়া বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে। বাস মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা এই কমিটিতে থাকবেন। ৩০ তারিখের মধ্যে ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেয় সরকার। পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহার করে বাস মালিক সংগঠনেরা। পরিবহণ মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় বৃহস্পতিবার ফের বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকের পরেই ভাড়া বৃদ্ধির দাবিতে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারির কথা ঘোষণা করেন বাস মালিকরা।
First Published: Thursday, September 27, 2012, 17:02