Last Updated: January 29, 2014 13:25

লাক্সারি বাসের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে থানেতে মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত ১৪। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা সকলেই বাসের যাত্রী। রাত ১টা ৪৫ নাগাদ মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে কুদে গ্রামে ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। পুনে থেকে আমেদাবাদ যাচ্ছিল বাসটি।
থানের ডিস্ট্রিক্ট কালেক্টর পি বেলরাসু পিটিআইকে জানিয়েছেন, কোনও দেহই সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলো। বাস কোম্পানির থেকে যাত্রীদের নাম জোগারের চেষ্টা করা হচ্ছে। আহতদের মালর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৩ সালের ১৯ মে ঠিক এভাবেই বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৪০ জন।
First Published: Wednesday, January 29, 2014, 13:25