Last Updated: March 27, 2014 22:52
মালদায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক। আজ দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনা হয় পুরাতন মালদা থানার নারায়নপুরের শিমূলডাব এলাকায়। বাসটি মালদা থেকে চাঁচল যাচ্ছিল।
বৃহস্পতিবার প্রায় ষাট জন যাত্রী নিয়ে মালদা থেকে চাঁচোলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। বেলা আড়ইটে নাগাদ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পুরাতন মালদার নারায়নপুরের শিমুলডাব এলাকায় আচমকাই বাসটিকে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় বেসমাল হয় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের পাঁচজন যাত্রীর। গুরুত আহত অবস্থায় প্রায় পঁয়ত্রিশ জনকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় কয়েকজনের। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিস।
First Published: Thursday, March 27, 2014, 22:52