Last Updated: October 11, 2012 15:51

দিনেদুপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেলেন এক ব্যবসায়ী। আজ সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোঁসাইহাট রোডে। নিজের বাড়ির সামনে বিজয় মাহাতো নামে ওই ব্যবসায়ীকে খুব কাছ থেকে গুলি করে পালায় তিন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মূলত ছাঁট লোহার ব্যবসার করলেও, এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বিজয়বাবু। এমনকি তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। ব্যবসায়িক কোনও বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
First Published: Thursday, October 11, 2012, 15:51