Last Updated: March 7, 2014 23:16

হাওড়ার শালিমার রোডে রহস্যজনকভাবে খুন হলেন ব্যবসায়ী সঞ্জয় আগরওয়াল। তিনি ব্যাঙ্ক ফাইনান্সের কাজ করতেন। আজ সকালে ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।
সঞ্জয়ের বাবা-মা ইন্দোরে চিকিতসা করাতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেষবার বাবা-মার সঙ্গে কথা হয়। তারপর থেকে আর ফোন ধরেননি সঞ্জয়। খুনের খবর পেয়ে হাওড়া পুলিসের উচ্চপদস্থ কর্তারা আজ ঘটনাস্থলে যান। দেখা যায় ঘরে রক্তের দাগ, আলমারি খোলা, জিনিসপত্র লন্ডভন্ড। তবে কী কারণে খুন তা নিয়ে কিছুই জানাতে পারেনি পুলিস। ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে খুন তা খতিয়ে দেখছে পুলিস।
First Published: Friday, March 7, 2014, 23:16