Last Updated: January 6, 2012 22:22

দেড় বছরের মধ্যে বর্ণপরিচয় মার্কেটে পুনর্বাসনের আশ্বাস ছিল। তবে তারপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। দোকান পাওয়া তো দূর অস্ত, কাজই শেষ হয়নি মার্কেটের। খাতায়-কলমে বর্ণপরিচয় মার্কেটে কাজ চালু থাকলেও আদতে ছবিটা অন্যরকম। আর তাই এখন চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন, কলেজস্ট্রিট মার্কেট থেকে মার্কাস স্কোয়ারে সাময়িকভাবে স্থানান্তরিত হওয়া ৯৭৬ জন ব্যবসায়ী। যদিও কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় আগের পুরবোর্ডের ঘাড়েই সমস্ত দায় চাপিয়েছেন।
২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি কলেজ স্ট্রিট মার্কেট থেকে সরিয়ে তাঁদের মার্কাস স্কোয়ারে দোকান দেওয়া হয়। ১৮ মাসের মধ্যে বর্ণপরিচয় মার্কেটে পুনর্বাসনের আশ্বাসে সাময়িকভাবে মহাজাতি সদনের পিছনে মার্কাস স্কোয়ারে স্থানান্তরিত হতে রাজি হন দোকান মালিকরা। এরপর বর্ণপরিচয় মার্কেটকে এ, বি এবং সি ব্লকে ভাগ করে কাজ শুরু করে তত্কালীন পুরবোর্ড। এ ব্লকে কিছুটা কাজ হয়েছে। তবে প্রায় কোনও কাজই হয়নি বাকি দুটি ব্লকে। নতুন পুরবোর্ড ক্ষমতায় আসার পরে মেয়র দুবার পরিদর্শন গেলেও সুরাহা হয়নি সমস্যার। বর্ণপরিচয় মার্কেটের কাজ এগোয়নি একচুলও। ব্যবসায়ীদের অভিযোগ ক্রেতার অভাবে মার্কাস স্কোয়ারে ব্যবসার অবস্থা শোচনীয়। তাই বন্ধ অধিকাংশ দোকানই। এই পরিস্থিতিতেই ২৬ ফেব্রুয়ারি ২০১১ হঠাত্ পুরসভার তরফে ৭৬ জন দোকান মালিককে ডেকে হস্তান্তর করা হয় বর্ণপরিচয় মার্কেটের দোকানের চাবি। তবে সেখানেও ব্যবসা চালানো অসম্ভব বলেই অভিযোগ দোকান মালিকদের।
First Published: Saturday, January 7, 2012, 08:39