Last Updated: December 17, 2012 20:00

আগেও নজিরবিহীন সততার সাক্ষী থেকেছে মহানগরী। ফের একবার সততার নজির গড়লেন বড়বাজারের ব্যবসায়ী সরোজ কর। আজ সকাল ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৩৫ হাজার টাকা তোলেন তিনি। পরে সরোজবাবু দেখেন বাড়তি একলক্ষ টাকা দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। সেই টাকা ফেরত দেন তিনি। ঘটনায় অভিভূত ব্যাঙ্ক কর্তৃপক্ষও।
বছর ৫০-এর সরোজ কর। বড়বাজারে তাঁতের শাড়ির ছোটখাট ব্যবসায়ী। সোমবার সকাল এগারোটা নাগাদ বড়বাজারের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে টাকা তোলেন সরোজ কর। চেকের অঙ্ক ছিল দুলক্ষ পঁয়ত্রিশ হাজার। তবে দোকানে ফিরে টাকা গুনতে গিয়ে চমকে ওঠেন সরোজবাবু। এক লক্ষ টাকা বাড়তি দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। তবে এক লক্ষ টাকা বাড়তি পেয়েও প্রলোভনে পড়েননি সরোজবাবু। ফের ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে গিয়ে বাড়তি টাকা ফেরত দেন তিনি। নিজের ভুল মেনে নিয়েছেন ব্যাঙ্কের ক্যাশিয়ার। সরোজ করের সততায় অভিভূত তিনিও।
First Published: Monday, December 17, 2012, 20:00