Last Updated: May 13, 2012 08:19

বিয়ে দিতে রাজি না-হওয়ায় মেয়ের বাবাকে গুলি করে খুন করল এক যুবক। প্রেমিকের গুলিতে আহত হয়েছে প্রেমিকাকেও। স্থানীয় বাসিন্দাদের মারে মৃত্যু হয়েছে ঘাতক যুবকেরও। শনিবার রাতে বর্ধমানের মঙ্গলকোটে ঘটনাটি ঘটেছে।
মঙ্গলকোটের একটি গ্রামের বাসিন্দা এক যুবতীকে কলেজ যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতে পাশের গ্রামের এক যুবক। মেয়েটি বাড়িতে এসে সেকথা জানায়। তারপরেই যুবককে বাড়িতে ডেকে মেয়ের বাবা জানিয়ে দেন, তিনি তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবেন না। শনিবার রাত দেড়টা নাগাদ মেয়েটির বাড়িতে হামলা চালায় ওই যুবক। প্রথমে গুলি করে মেয়েটিকে। যুবকের গুলিতে গুরুতর জখম হয় মেয়েটি। বাধা দিতে গেলে, মেয়েটির বাবাকে তিনটি গুলি করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। গ্রামবাসীদের বেধড়ক মারে মৃত্যু হয় তার। খবর পেয়ে গ্রামে যায় মঙ্গলকোট থানার পুলিস। দেহ দুটি উদ্ধার করেছে তারা। গুলিবিদ্ধ তরুণীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Sunday, May 13, 2012, 08:20