Last Updated: May 8, 2012 22:54

সচিন তেন্ডুলকরকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিল সিএবি ও রাজ্য ক্রীড়া দপ্তর। ১২ মে অর্থাত্ শনিবার ইডেনে বোর্ডের টি-টোয়েন্টি ম্যাচের দিন মু্খ্যমন্ত্রীর হাত দিয়ে সচিনকে স্মারক তুলে দিতে চায় ক্রীড়া দপ্তর। সচিন তেন্ডুলকরও এই বিষয়ে তাঁর সম্মতি জানিয়ে দিয়েছেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়াকে।
বোর্ডের কাছ থেকেও এই বিষয় সম্মতি নিয়েছে সিএবি কর্তারাও। জগমোহন ডালমিয়া জানিয়েছেন, সচিনকে ১০০ স্বর্ণমুদ্রা দিয়ে সংবর্ধিত করবে সিএবি।
First Published: Tuesday, May 8, 2012, 23:37