Last Updated: October 2, 2011 14:44

নির্দিষ্ট সময়ে ঘরোয়া লিগ শেষ করার জন্য সামনের মরসুমে কল্যাণী স্টেডিয়ামে কিছু ম্যাচ করার সিদ্ধান্ত নিল সিএবি। এবছর কলকাতা লিগ সঠিক সময়ে শেষ না হওয়ায় বেশ
সমালোচনার মুখে পড়েছিলেন সিএবি কর্তারা. বাধ্য হয়ে চেন্নাইয়ে বেশ কিছু ম্যাচ করতে বাধ্য হন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া. এবার তাই প্রথম থেকেই আটঘাট বেধে নেমেছেন গ্রাউন্ডস কমিটির সদস্যরাJ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে লিগ শুরু হওয়ার আগে গ্রাউন্ডস কমিটির সদস্যদের মাঠগুলিকে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন সিএবি-র যুগ্মসচিব সুজন মুখার্জি।
First Published: Sunday, October 2, 2011, 14:44