ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্টপ্রথমে কানপুরে পরিকাঠামোগত কারণে না হওয়ায় সেই টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা হয়েছিল। পরে রোটেশনের নিয়মে সেই ম্যাচ চলে যায় হায়দরাবাদে। কিন্তু তেলেঙ্গানা আন্দোলনের জন্য হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ম্যাচ করার ব্যাপারে এখনও চূড়ান্ত সম্মতি জানায়নি।

আর এই জায়গাটাকেই হাতিয়ার করে এগোচ্ছে সিএবি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সেই টেস্ট ইডেনে করার ব্যাপারে এখনও আশাবাদী সিএবি কর্তারা।





First Published: Sunday, January 13, 2013, 21:40


comments powered by Disqus