Last Updated: July 26, 2013 18:03

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। শিল্প দফতর খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। সম্ভাব্য শিল্পমন্ত্রী হতে চলেছেন অমিত মিত্র। সে ক্ষত্রে অর্থ দফতর মনীষ গুপ্তর হাতে আসতে পারে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায় পেতে পারেন বিদ্যুৎ দফতর।
রাজ্য মন্ত্রিসভায় যে রদবদল আসন্ন, সে ইঙ্গিত মিলেছে দলের শীর্ষ নেতৃত্বের একাংশেও। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরই রদবদল হবে বলে মনে করা হচ্ছে। রদবদলে বড় খবর রয়েছে আরও একটি। পঞ্চায়েত মন্ত্রক ছাড়তে চাইছেন সুব্রত মুখার্জি। সে কথা তিনি খোদ মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে খবর। বেচারাম মান্না কৃষি দফতরের পূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। মলয় ঘটককে আনা হতে পারে ক্ষুদ্র ও কুটির শিল্পের দায়িত্বে।
First Published: Friday, July 26, 2013, 18:03