Last Updated: December 14, 2011 21:53

ইন্ডিয়ান কফি হাউস। মেডিক্যাল কলেজে যাতায়াতকারীরা এই সাইনবোর্ড আর তার নিচের কাফেটেরিয়াটির সঙ্গে পরিচিত। তবে এই পরিচিত ছবিটা এবার বদলাতে চলেছে। তিন মাস আগেই ফুরিয়েছে চুক্তির মেয়াদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, চুক্তি পুনর্নবীকরণ তাঁরা করবেন না। ওই জায়গায় কোনও ক্যাফেটেরিয়া চলতে দেওয়ার ঝুঁকিও তাঁরা নিতে অপারগ। কারণ, ক্যাফেটোরিয়ার ঠিক উপর তলাতেই রয়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের আচমকা বোধোদয়ে বদলে যেতে চলেছে বহুদিনের বেনিয়মের অভ্যেস। স্বাভাবিকভাবেই হতবাক ক্যাফেটেরিয়া কর্মীরা।
আমরি কাণ্ডের পর অগ্নিনির্বাপণ ব্যবস্থার তাত্পর্য বুঝেছে কর্তৃপক্ষ। তবে, তা দেরীতে বোধোদয় না শাস্তির ভয়, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাহলে তিন মাস আগে চুক্তির মেয়াদ ফুরোলেও, এতদিন কাফেটেরিয়াটি চলল কী ভাবে?
First Published: Wednesday, December 14, 2011, 21:53