Last Updated: April 21, 2014 14:31

অবশেষে ৮৬ দিনের মাথায় লাভপুর গণধর্ষণ মামলায় চার্জশিট পেশ হল বোলপুর সিজেএম আদালতে। চার্জশিটে মোট ১৩ জনের নাম রয়েছে। তবে আশ্চর্যজনক ভাবে চার্জশিটে নাম নেই সালিসি সভার প্রধানদের। যাঁদের মধ্যে রয়েছেন দুই তৃণমূল নেতাও।
গত ২২ জানুয়ারি গ্রামের সালিশি সভার নির্দেশে লাভপুরে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের নিদান যারা দিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সদস্য অজয় মণ্ডল ও স্থানীয় তৃণমূল নেতা সুজিত দাস বৈরাগ্যের নাম। তবে চারশ ষোল পাতার চার্জশিটে তাঁদের নাম নেই। এখনও এই মামলার ফরেন্সিক রিপোর্টও জমা পড়েনি।
First Published: Monday, April 21, 2014, 14:31