দেয়া-নেয়া ফিরছে ক্যালক্যাটা কলিংয়ে

দেয়া-নেয়া ফিরছে ক্যালক্যাটা কলিংয়ে

দেয়া-নেয়া ফিরছে ক্যালক্যাটা কলিংয়ে ১৯৬৩ সালে মুক্তি পাওয়া দেয়া-নেয়া ছবির ৫০ বছর পূর্ণ হল। আর এই বছর বলিউডে তৈরি হচ্ছে উত্তমকুমার-তনুজা অভিনীত সেই কালজয়ী ছবির রিমেক। ছবির নাম ক্যালকাটা কলিং। 

সেই দেয়া নেয়া। পঞ্চাশ বছর বাদে ফিরে দেখল বলিউড। শুধু দেখা যাবে না উত্তমকুমারের সেই হাসি আর তনুজার সেই ভাবাবেগাপ্লুত দুটি চোখ। একেবারে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে পর্দায়। উত্তমকুমারের চরিত্রে ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি খ্যাত শাহজাদ শেখ আর তনুজার ভূমিকায় মডেল শনয়া তুলি। এদেরই সঙ্গে বলিউডে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করবেন শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। পরিচালক রাহাত কাজমি।

এই ছবিতে বহুদিন বাদে আবার একসঙ্গে অভিনয় করেছেন ফারুখ শেখ ও দীপ্তি নাভাল। বিশেষ ভূমিকায় আছেন মমতা শঙ্কর ও জ্যাকি শ্রফ।  এই খবরে স্বভাবতই খুশি বলিউড।

First Published: Monday, August 26, 2013, 23:26


comments powered by Disqus