Last Updated: April 3, 2012 17:33

ফের শিক্ষাকেন্দ্রে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে রয়েছেন দাউইন্দর কউর নামে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী। দাউইন্দরের হাতে গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দক্ষিণ ক্যালিফর্নিয়ায় ওকল্যান্ডের ওইকোস ইউনিভার্সিটিতে হঠাত্ ক্যাম্পাসের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। দাউইন্দর জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে বেপরোয়া গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। গোহ নামে ইউনিভার্সিটির এক প্রাক্তন ছাত্রই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে দাবি করেছে ওকল্যান্ড পুলিস। অভিযুক্ত গোহকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই ফ্রান্সের একটি ইহুদি স্কুলে এক বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় ৩ জন শিশু ও এক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির।
First Published: Tuesday, April 3, 2012, 17:33