Last Updated: February 18, 2013 10:07

তিন দিনের সফরে আজ ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামিকাল বৈঠকে ভারতের তরফে অ্যাংলো-ইতালিয়ান সংস্থা অগাস্টা-ওয়েস্টল্যান্ডের চপার কেলেঙ্কারি নিয়ে তথ্যের জন্য তাঁকে চাপ দেওয়া হতে পারে।
ভারতের সঙ্গে ওই সংস্থার চুক্তি হয়। চুক্তি মতো ভিভিআইপিদের জন্য বারোটি চপার কেনার কথা ছিল ওই সংস্থার থেকে। ইতিমধ্যেই তিনটি চপার সরবরাহ করেছে ওই সংস্থা। এরপরই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। যখন ওই সংস্থার সঙ্গে ভারতের চুক্তি খারিজের উদ্যোগ শুরু হয়েছে, তখন ক্যামেরনের সফর যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ডেভিড ক্যামেরনের। বৈঠকে চপার কেলেঙ্কারি ছাড়াও দুদেশের সম্পর্ক সহ একাধিক বিষয় উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
First Published: Monday, February 18, 2013, 11:19