ভোট প্রচারে হেট স্পিচ ইস্যুতে হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত

ভোট প্রচারে হেট স্পিচ ইস্যুতে হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত

ভোট প্রচারে হেট স্পিচ ইস্যুতে হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালতহেট স্পিচ ইস্যুতে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট। ভোটের আগে রাজনৈতিক দলগুলির তরফে কুত্‍সা প্রচার বা হেট স্পিচ বন্ধ করার দাবিতে দায়ের একটি জনস্বার্থ মামলার আজ শুনানি ছিল সর্বোচ্চ আদালতে।

সুপ্রিম কোর্ট বিষয়টি ল-কমিশনকে দেখার নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, কোন কোন ভাষা হেট স্পিচের মধ্যে পড়বে এবং কোনগুলি পড়বে না তা সবার আগে ঠিক করা দরকার। এধরনের ঘটনা সামনে এলে প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশন সুয়ো মোটো মামলা করতে পারে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রবাসী ভালাই সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আবেদন জানিয়েছিল, ভোটের আগে রাজনৈতিক দলগুলির তরফে ব্যক্তিগত কুত্‍সা, অশালীন ভাষা প্রয়োগের ওপর লাগাম পরাক সুপ্রিম কোর্ট। এ মাসের শুরুতে অন্য আরেকটি মামলাতেও আদালত জানায়, রাজনীতিকদের ভাষায় লাগাম পরাতে তাঁরা অপারগ, যেহেতু দেশের সংবিধান প্রত্যেককে নিজের মত প্রকাশের অধিকার দিয়েছে।

First Published: Wednesday, March 12, 2014, 11:15


comments powered by Disqus