Canning TMC-CPIM Clash

তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত ক্যানিংয়ের গোলাবাড়ি হাট

তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত হল ক্যানিংয়ের গোলাবাড়ি হাট। আজ সকালে দুই দলের সংঘর্ষে জখম হয়েছেন চারজন। ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ চায়ের দোকানের সামনে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামলাতে এসে জখম হন গোলাবাড়ি হাটের ক্যাম্পের তিন পুলিশকর্মীও।সিপিআইএমের অভিযোগ, চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের কর্মীরাই তাদের কর্মীসমর্থকদের ওপর প্রথমে হামলা করে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

First Published: Sunday, April 13, 2014, 22:27


comments powered by Disqus