ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮০

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮০

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮০ইরাকে একের পর এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮০জনের মৃত্যু হয়েছে। বাগদাদ শহরের সাতটি জায়গায় পরপর বিস্ফোরণ হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল জনবহুল এলাকাগুলি।

শনিবার ইদ উল ফিতরের অনুষ্ঠানে মেতেছিল গোটা ইরাক। আর সেই অনুষ্ঠানগুলিকেই বেছে বেছে নিশানা করেছে হামলাকারীরা। আক্রমণ হয়েছে বাগদাদ শহরের বাইরেও। তুজ খুরমাতোর মতো কুর্দ প্রভাবিত এলাকাতেও হয়েছে গাড়ি বোমা বিস্ফোরণ। হামলার নিশানায় ছিল কিরকুক, নাসিরিয়া এবং কারবালার মতো শহরও।

First Published: Sunday, August 11, 2013, 11:27


comments powered by Disqus